বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্র্রকৃতির অপরুপ সৌন্দর্যের লীলাভূমি সিলেট জেলার ওসমানীনগর উপজেলার শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠান চাতলপাড় জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা আমার বড়ভাই প্রখ্যাত শিক্ষাবিদ, প্রথীতযশা ব্যক্তিত্বের অধিকারী চাতলপাড় গ্রামেরই কৃতিসন্তান জনাব আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন।
২০০০ ইং সনে প্রতিষ্ঠা লাভের পর থেকে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে মাদ্রাসাটি অত্র এলাকায় কুরআন ও হাদিসের শিক্ষার আলোর মশাল জ্বেলে সফলভাবে মানুষকে সামাজিক কর্মকান্ড, অর্থনৈতিক মুক্তি ও সচেতনতার প্রেরণা দিয়ে শিক্ষা ও সভ্যতা বিকাশে অবদান রাখছে। মাদ্রাসাটি এতদাঞ্চলে জ্ঞান বিকাশের আলোকে আলোকিত সৎ যোগ্য আদর্শ ও নৈতিকতা সম্পন্ন নাগরিক গড়তে অগ্রণী ভুমিকা পালন করছে তা প্রশংসনীয়। মাদ্রাসার শিক্ষকদের ঐকান্তিকতা, শিক্ষার্থীদের শৃংখলা ও সন্তোষজনক ফলাফলে আমি মুগ্ধ।
মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও তার পরিবারের সদস্যবৃন্দ, সুপার সাহেব, ম্যানেজিং কমিটির সদস্য এবং শিক্ষক বৃন্দ-সহ যাদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় মাদ্রাসাটি এ পর্যায়ে এসেছে তাদের সকলের খেদমতকে মহান আল্লাহ রাব্বুল আলামীন ছদকায়ে জারিয়া হিসাবে কবুল করুন আমীন।
দিলোয়ার হোসেন দিলশাদ।
সভাপতি, চাতলপাড় জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা।