বিসমিল্লাহির রাহমানির রাহিম
সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ তা‘আলার দরবারে যিনি আমাদেরকে ঐশী শিক্ষা সম্প্রসারনে আধুনিক প্রযুক্তির মহাসড়কে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার শ্রেষ্ঠ শিক্ষক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা) এর উপরে।
পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশের আধ্যাত্নিক রাজধানী ও তাৎপর্যমন্ডিত সিলেট জেলার দক্ষিণ পশ্চিম প্রান্তে ওসমানীনগর উপজেলাধীন ২নং সাদিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড চাতলপাড় গ্রামে মাদ্রাসাটি অবস্থিত।
অত্র গ্রামের কৃতি সন্তান জনাব আলহাজ্ব তবারক উল্লাহ (বাদশা) এর সুযোগ্য উত্তরসুরী জনাব আলহাজ্ব নিজাম উদ্দিন সাহেবের হাত ধরে ২০০০ ইং সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়।
মাদ্রাসাটি গড়ে তোলার মূল লক্ষ্য ছিল নিভৃত পল্লী এলাকার নিরক্ষর ছেলে/মেয়েদেরকে যুগোপযোগী দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে উচ্চ মাধ্যমিক শিক্ষার সুযোগ সৃষ্টি করা। সেই লক্ষ্য-কে সামনে রেখে মাদ্রাসাটি শুরু থেকেই মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে অবিস্মরনীয় অবদান রেখে চলেছে। প্রযুক্তির ইতিবাচক প্রয়োগ ও বিশ্বের নিত্য-নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে মাদরাসাটি সর্বমুখী কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে।
বিশেষ করে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে জাতির সু্শিক্ষা, আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে ঐতিহ্যবাহি এ শিক্ষা প্রতিষ্ঠানটি দ্বীনি শিক্ষা প্রদানে নিরলস প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। আল্লাহ যেন এই মাদ্রাসাটিকে মঞ্জিলে মকসুদে পৌছিয়ে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখেন। আমীন।
এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। কর্মরত সকল শিক্ষক, কর্মচারি ও হিতৈষী ব্যক্তিবর্গকে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে মাদ্রাসাটি সুষ্ঠুভাবে পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করছি।
মোঃ আব্দুল হাই
সুপার, চাতলপাড় জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা।